কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ করা হোক

| মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৫:২৪ পূর্বাহ্ণ

গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের ফলে পুরো দেশজুড়ে স্বাভাবিক আইনশৃঙ্খলা ভঙ্গুর হয়ে যায়। পুলিশ তার কর্মক্ষেত্রে যোগদান করতে বিলম্ব করে এবং অনেক পুলিশ সদস্যরাই ঠিকমতো তাদের দ্বায়িত্ব পালন করে না বলে অনেক থানাতেই অভিযোগ পাওয়া যায়। যার ফলে দেশের আনাচেকানাচে বৃদ্ধি পায় চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও অতর্কিত হামলা। বেড়ে যায় কিশোর গ্যাংএর উৎপাত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে দেখা না যাওয়াতে অপরাধী চক্র ও কিশোর গ্যাংয়ের সদস্যরা ভয়ংকর রূপ ধারণ করে। কিছুদিন পূর্বে ঢাকার মোহাম্মদপুর, বসিলা, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহারে ব্যাপকভাবে বেড়ে যায় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড।

শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন জেলার শতাধিক উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় দেখা যায় কিশোর গ্যাংয়ের উৎপাত। যা রীতিমতো দুশ্চিন্তার বিষয়। অচিরেই কিশোর গ্যাংয়ের উৎপাত কমাতে না পারলে, তাদেরকে আইনের আওতায় আনতে না পারলে, তারা ভয়ংকরভাবে রাষ্ট্রের ক্ষতি করবে বলে আশঙ্কা করা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন, সারা দেশের কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ করতে, সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করুন।

ইমরান খান রাজ

দোহার,

ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধভবিষ্যৎ কামনা