কিশোর গ্যাং সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১০

পটিয়ায় মোবাইল ছিনতাইয়ের জের

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

বেড়াতে আসা এক যুবকের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পটিয়ায় কিশোর গ্যাং সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ১০জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে পটিয়া পৌর সদরের ৮নং ওয়ার্ডে এঘটনা ঘটে। এসময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে ও মাদ্রাসা রোডে প্রায় ঘন্টাব্যাপী যানবাহন ও সাধারণের চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ইটপাটকেল নিক্ষেপে আহত গোবিন্দারখীল এলাকার আবু ছৈয়দের পুত্র সজীব (২২) ও একই এলাকার আবদুস ছবুরের পুত্র মুজিবুর রহমান (৫০) পটিয়া হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। জানা গেছে, পটিয়ার আশিয়া থেকে মো: রাফি নামের এক যুবক গোবিন্দারখীলে জনৈক ওয়াহেদের বাড়িতে বেড়াতে আসে। এলাকার কিশোর গ্যাং এর কয়েকজন তাকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর জের ধরে উক্ত ঘটনা ঘটে। ঘটনার দীর্ঘক্ষণ পর পটিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, কিশোর গ্যাং এর একটি দল গোবিন্দারখীলে দীর্ঘদিন ধরে বসবাস করছে। এতে এলাকায় প্রায় চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। স্থানীয় কাউন্সিলর আবদুল মান্নান জানান, মোবাইল ও টাকা ছিনতাইয়ের জের ধরে কিছু যুবকের মধ্যে মারামারি হয়েছে। পটিয়া থানার ওসি জানান, মোবাইল নিয়ে কিছু যুবকের সাথে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় কাউন্সিলর মান্নান উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

পূর্ববর্তী নিবন্ধপেটে করে ইয়াবা পাচার, আনোয়ারায় গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধঅটিস্টিক শিশুদের মাঝে কম্বল ও ট্রাই সাইকেল বিতরণ