কিশোর গ্যাং লিডার সায়েম ইয়াবাসহ গ্রেফতার

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

পটিয়া থানা পুলিশের অভিযানে ৮ মামলার কিশোর গ্যাং লিডার সায়েম ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। সোমবার দিবাগত রাতে পটিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে মোহাম্মদ সায়েম প্রকাশ সায়মনকে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। সে পটিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড বাহুলীস্থ নজির আহম্মদের বাড়ীর বাসিন্দা আবু তাহেরের পুত্র।

পটিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া পৌরসভাস্থ আমির ভান্ডার দরবার শরীফ গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫শ পিচ ইয়াবা পাওয়া যায়।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, তার বিরুদ্ধে অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পুলিশি বাধায় যুবদলের ঈদ পুনর্মিলনী পণ্ড, আটক ৫