কিশোর কিশোরী ক্লাবের উপজেলা সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ইপসা কিশোর কিশোরী ক্লাবের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ইপসার আয়োজনে ও পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় ইপসা কৈশোর কর্মসূচীর আওতায় কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে উপজেলা সম্মেলন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা একেএম মফিজুর রহমান মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠান শুরুতে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যেমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুরাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম রেজাউল করিম।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় ধসের শঙ্কায় রাঙামাটিতে প্রশাসনের সতর্কতা
পরবর্তী নিবন্ধচসিক নারী ও শিশু উন্নয়ন স্ট্যান্ডিং কমিটির সেলাই মেশিন বিতরণ