কিশোয়ান এফসি মাদার্শা একাদশ মুখোমুখি আজ

পটিয়ায় এবিটস ফুটবল টুর্নামেন্ট

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের অন্যতম শিরোপা প্রত্যাশী ফুটবল দল পাঁচলাইশ কিশোয়ান এসসি বনাম হাটহাজারী মাদার্শা ফুটবল একাদশ। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় আজ শুক্রবার বিকেল ৩টায় খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের অন্যতম উত্তেজনাপূর্ণ এ ম্যাচটি। ইতিমধ্যে এ টুর্নামেন্টটি হাজারো দর্শক ও মনোমুগ্ধকর উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্যে দিয়ে বেশ জমে উঠেছে। প্রতিটি খেলায় মাঠে হাজারো দর্শকের পাশাপাশি দেশীয় ও বিদেশী খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শক মাতানো খেলা বেশ উপভোগ্য হয়ে উঠেছে। আজ দু’দলের খেলার বিষয়টি নিশ্চিত করে টুর্নামেন্ট কমিটির আহবায়ক এম ইদ্রিচ চৌধুরী অপু বলেন, বিগত দুইটি খেলায় হাজারো দর্শকের উপস্থিতি আমাদের বেশ আনন্দ দিয়েছে। আশাকরি এই খেলায় আরো বেশী দর্শক উপস্থিত হয়ে টুর্নামেন্ট ও ম্যাচকে উপভোগ করবে সে প্রত্যাশা করছি।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি রেকর্ডে তামিমের পেছনে ধোনি-হাফিজ-ডি ভিলিয়ার্স
পরবর্তী নিবন্ধএক বছরের নিষেধাজ্ঞার মুখে সাকিব আল হাসান