কিরিচ ও অস্ত্র নিয়ে মহড়া!

বায়েজিদের হিলভিউ ।। ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় বাধা দেয়ায় যুবককে কুপিয়ে জখম

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন হিলভিউ মসজিদের সামনে চাপাতির কোপে আবদুল্লাহ আল মাহমুদ বাবু নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক রবীন্দ্র তংচইঙ্গা বলেন, চাপাতির কোপে আহত অবস্থায় আবদুল্লাহ আল মাহমুদ বাবু নামের এক যুবককে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, বায়েজিদ থানাধীন হিলভিউ মসজিদের সামনে মারামারির ঘটনা শুনেছি। বিস্তারিত বলার মতো কোনো তথ্য আমার কাছে নেই।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী বলেন, শুনেছি সন্ত্রাসী বার্মা সুবজের নেতৃত্বে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে আবদুল্লাহ আল মাহমুদ বাবু নামের এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়। এর আগে তারা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে ও ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে কামরুল নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বার্মা সবুজের আপন ভাই বার্মা সাইফুল কিছুদিন আগে মাদকের মামলায় গ্রেপ্তার হয়েছে। তারা এলাকায় মাদকের ব্যবসা ও বিভিন্ন দোকানে চাঁদাবাজি করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের নির্বাচনকে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল : রাশিয়া
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের অভিনন্দন পেয়েছে নতুন সরকার : হাছান মাহমুদ