কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুযোগ দেয়ার দাবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা২০২৫এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চল। আগমী ২০ আগস্টের মধ্যে দাবি মানা না হলে পর্যায়ক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও, মার্চ ফর ঢাকাসহ কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেয়া হয়। গতকাল নগরে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়। এদিন সারা দেশেও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনএর স্থানীয় শাখাগুলো সংবাদ সম্মেলন করেছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাসান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলু রহমান, সহসভাপতি কাজী আবু বকর চৌধুরী, মোহাম্মদ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবু তাহের, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক জানাতুল ফেরদৌস রক্সি।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ১৭ জুলাইয়ের পরিপত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার ঘোষণা দেওয়া হলেও, কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় এ প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছিল। অথচ এবারের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে এবং মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে।

পূর্ববর্তী নিবন্ধসবুজ অ্যানাকোন্ডা
পরবর্তী নিবন্ধচুয়েটে ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক ট্রেইনিং