কিছুই আমার নয়, সবই অনিত্য

শরণংকর বড়ুয়া | রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

এমনতো হয় মানুষের জীবনে, মৃত্যুর পর দেহ যখন অকারণে অজ্ঞাত জায়গায় পড়ে থাকবে। পিঁপড়ে আর পোকারা সেখানে বাসা বাঁধবে। শিয়াল কুকুর নানা জাতের পাখিরা চার পাশে ঘিরে ঝগড়া করে ক্ষুধা মিটাবে মনের আনন্দে। দিনে শেষে রাতের নিশাচর প্রাণীরা ক্ষুধার্ত শরীরের দুর্গন্ধ পেয়ে ছুটে আসবে। দুই একদিন পর আস্তে আস্তে গায়ের মসৃণ চামড়া ও ভিতরে থাকা মাংসগুলো ফুলে গলে দুর্গন্ধ ছড়াবে এবং মিশে যাবে মাটিতে। মাস কয়েক দিন পর হাড়গুলো চারদিকে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকাবে। এই দেহের খোঁজ হয়তো স্বজনরা পাবে না। সব অহংকার অহমিকা আধিপত্য টাকার আত্মগৌরব সমস্ত কিছু মাটির সাথে মিশে যাবে এই রঙিন জগত থেকে। পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে নাম রূপ ঐতিহ্য। পড়ে থাকা হাড়ের চারপাশে আস্তে আস্তে আগাছা লতাপাতা গাছপালা ঘিরে আলিঙ্গন করে মাতমে নীরবে কাঁদবে। পৃথিবীতে ১ ফুট জায়গা ও খালি নেই যেখানে কবর বা শ্মশান নেই। আমার আমার করে কত কিছুই না আগলে ধরে রাখে অথচ কিছুই আমার নয়। যেখানে আমিই রইলাম না মায়ার বাধনে! সঙ্গে মাত্র একটি সাদা কাপড় নিয়ে নিঃশঙ্ক হয়ে না ফেরার দেশে সকলকেই যেতে হবে। এই ক্ষণিকের জীবনে অজ্ঞতা আর পাপকর্মে নিজেকে জড়িয়ে দুঃখের পাল্লা ভারী করার কী বা প্রয়োজন! লোভ লালসা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভালো থাকার চেষ্টা করলে মন্দ কী। দেহের মৃত্যু হবে নিরন্তন কিন্তু মানবতা ও দর্শনের নয়। এই দুর্লভ মানব জীবন যাতে স্বার্থক হয়। সেই পথ বেঁচে নিতে হবে। জগতের সকল মানুষের জ্ঞান চক্ষু উৎপন্ন হোক।

পূর্ববর্তী নিবন্ধঅনির্বাণ রাসেল
পরবর্তী নিবন্ধদূরের দুরবিনে