‘জাতীয় ঐকমত্যের’ নামে কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে স্বাক্ষর করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
গতকাল শুক্রবার রাজধানীর ইস্কাটনে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ এমন মন্তব্য করেন। বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে যাচ্ছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল। কিছু বিষয়ে আপত্তি জানিয়ে স্বাক্ষর না করার কথা বলেছে বাম গণতান্ত্রিক শক্তি। খবর বিডিনিউজের। আবার জুলাই আন্দোলনের পর যেই সনদ তৈরি করা হয়েছে, তার বাস্তবায়ন নিয়ে ‘ধোঁয়াশা’ থাকার কথা বলে তাতে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের দল এনসিপি। অনুষ্ঠানে নাহিদ বলেন, কিছু মানুষ মনে করে কয়েকটি দল একত্রিত হলেই বোধ হয় জাতীয় ঐক্য হয়ে যায়। আজকেও জুলাই সনদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্রিত হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম তারা দিতে চায় জাতীয় ঐক্য। আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয়। যেখানে ছাত্র–শ্রমিক ও নানান পেশাজীবী মানুষ একত্রে অবস্থান করবে, সেটাই হবে জাতীয় ঐক্য।
তিনি বলেন, আজকে একটি ঐতিহাসিক দিন, যে দিন কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে স্বাক্ষর করছে। আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থানের জানান দিচ্ছে। একদিন এই শ্রমিক শক্তি জয়ী হবে।