একসময় বাংলাদেশ বিমানের একটি বিজ্ঞাপন ছিলো ু‘ছোট হয়ে আসছে পৃথিবী, বাংলাদেশ বিমানে ভ্রমণ করুন’ এখন সত্যিই প্রযুক্তির উৎকর্ষতা এবং আকাশ সংস্কৃতির কারণে পৃথিবীটা এখন অনেক ছোট হয়ে এসেছে। আগে বন্ধুত্ব ছিলো পাড়ায়, গ্রামে, বিদ্যালয়ে, কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে, এরপর দেখা গেলো পত্রমিতালী মাধ্যমে, এক সময় বন্ধুত্বের দ্বার অবারিত করার জন্য একই মন মানসিকতার কিছু ব্যক্তিবর্গকে নিয়ে গঠিত পত্র লেখক ইউনিয়ন (পলই) এর সদস্যও হলাম, লালদিঘির সবুজ চত্বরে হতো আমাদের বৈঠক।
এখন বন্ধুত্বের পরিধি বেড়েছে ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ নানাবিধ সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে, প্রতিদিন বাড়ছে বন্ধুর সংখ্যা। জানা অজানা বা অনেক দিনের পুরোনো বন্ধু, দূরের বন্ধু কাছে আসছে নিমিষেই। সবকিছু ছাপিয়ে মাঝে মধ্যে কিছু বন্ধুত্বের আহবান বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ফেইসবুকে প্রতিদিন কিছ না কিছু রিকোয়েস্ট পাচ্ছি যাদের অনেককেই চিনি না বা চেনার কোনো উপায়ও নেই, একেতো কোওন ছবি থাকে না তার উপর অনেকের প্রোফাইল লক, এমনকি অনেককে মেসেজ দিয়ে পরিচয় জানতে চাইলে কোনো উত্তরও পাওয়া যায় না।
প্রতিদিন এমন কিছু আহবান ডিলিট করছি। তাদের জন্য অনেকবার লিখেছি – আপনার পরিচয় যদি গোপন রাখতে চান কেনইবা বন্ধুত্বের আহবান জানান। কোন অপরিচিত লোককেতো কেউ বন্ধু করে না,অন্তত মেসেজ দিয়ে আপনার পরিচয়টা নিশ্চিত করুন। তবু প্রতিনিয়ত আসছে এমন বিরক্তিকর বন্ধুত্বের আহবান।