কিউবায় সরকার সমর্থকদের পাল্টা শো’ডাউন

| সোমবার , ১৯ জুলাই, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

কমিউনিস্ট পার্টিশাসিত কিউবাকে নাড়িয়ে দেওয়া নজিরবিহীর সরকারবিরোধী বিক্ষোভের সপ্তাহখানেক পর হাভানায় দেশটির সরকারের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। তারা কিউবার বিপ্লবের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন। খবর বিডিনিউজের।
শনিবারের এ সমাবেশে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোও উপস্থিত ছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদিন ভোরের আগে থেকেই হাভানায় সমুদ্রের ধারঘেঁষা প্রশস্ত রাস্তায় সরকার সমর্থকরা জড়ো হতে শুরু করেন, তাদের হাতে ছিল কিউবার পতাকা এবং প্রয়াত বিপ্লবী ফিদেল কাস্ত্রো ও তার ভাই রাউলের ছবি। চলতি বছরের এপ্রিলে রাউল কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছাড়লেও ‘পদাতিক সৈন্য’ হিসেবে বিপ্লবের পক্ষে লড়াই চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেছিলেন।
গতকাল রোববার দেশটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঘাটতি, রাজনৈতিক অধিকারের দাবি ও মহামারী শুরুর পর দ্বীপরাষ্ট্রটির দেখা করোনাভাইরাসের সবচেয়ে মারাত্মক প্রাদুর্ভাব নিয়ে নজিরবিহীন বিক্ষোভ হয়। ওই বিক্ষোভের কয়েকদিন পর সরকার তাদের ভুলক্রটির কথা কিছুটা স্বীকার করলেও বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সুযোগকে কাজে লাগিয়ে মার্কিনি অর্থায়নে নামা ‘প্রতিবিপ্লবীদের’ দায়ী করে। সরকারবিরোধী ওই বিক্ষোভের পাল্টায় হাভানায় এ সমাবেশের আয়োজন করে কিউবা সরকার। সমাবেশে কিউবার প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির প্রধান মিগেল দিয়াজ-কানেল বলেছেন, শত্রুরা কিউবার নাগরিকদের পবিত্র ঐক্য ও শান্তিপূর্ণ অবস্থান নষ্টে ফের একবার সর্বোচ্চ চেষ্টা করেছে। কিউবা যখন কোভিড রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে দেখছে তখন এ ধরনের সমাবেশ ডাকা ছোটখাট ব্যাপার নয় বলেও মন্তব্য করেছেন তিনি। আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি, যেন আরও একবার আপনারা নিষেধাজ্ঞা, আগ্রাসন ও সন্ত্রাসের নিন্দা জানান, বলেছেন তিনি। রাজধানীর পাশাপাশি দেশজুড়েই ক্ষমতাসীনদের ডাকে এ ধরনের সমাবেশ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধবাইডেনের ব্যর্থতার দায় আমাদের নয় : ফেইসবুক
পরবর্তী নিবন্ধআইসিসির তিন নতুন সদস্য