জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় আট মাস আগে আমদানি নিষিদ্ধ ৮০ বস্তা মিট এন্ড বোন মিলসহ ফিস এন্ড পোল্ট্রি ফিড মাটি চাপা দেয় চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। তবে একটি চক্র ওসব পণ্য মাটি খুঁড়ে তুলে বিক্রি করে দিচ্ছিল খোলা বাজারে। নুরুল আবসার নামে চক্রটির এক সদস্যকে গতকাল গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, নুরুল আবসার আমদানি নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত মিট এন্ড বোন মিলসহ ফিস এন্ড পোল্ট্রি ফিড খুঁড়ে বের করে নিয়ে বিক্রির সাথে জড়িত সংঘবদ্ধ অসাধু সিন্ডিকেটের সক্রিয় সদস্য। এ চক্রের সকলকে আইনের আওতায় আনা হবে।












