চট্টগ্রাম কাস্টমসে জাপান-জার্মানির বিলাসবহুল গাড়ি এবং মেরিন টাগবোটের মেগা লটসহ ১৫১ লট পণ্যের নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা আড়াইটায় চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখায় বিডারদের (নিলামে অংশগ্রহণকারী) উপস্থিতিতে দরপত্রের বঙ খোলা হয়। এবারের নিলামে চট্টগ্রামে ৩৭০টি এবং ঢাকায় ১৩টি দরপত্র জমা পড়ে।
নিলাম শাখা সূত্রে জানা গেছে, এবারের নিলামে ৮টি গাড়ি, টাগবোট, ক্রেন, সিএনজি টেঙি, মোটরসাইকেল, প্রাইমমুভার ও পিকআপ ভ্যান, সালফিউরিক এসিড, টেঙটাইল কেমিক্যাল, ড্রাগন ফল, ফেব্রিঙ, প্লাস্টিক হ্যাঙ্গার, জিংক অঙাইড, জেন্টস আন্ডারওয়্যার, পেপার ট্যাগ, ল্যাবরেটরি পণ্য, হ্যান্ড গ্লোভস, ফ্লোর ম্যাট, অ্যালুমিনিয়াম পাউডার, পুস্তক, জংধরা ছিদ্রযুক্ত ড্রাম, ওয়্যার রোপ, স্ট্যান্ড ও ওয়াল ফ্যান, কসমেটিক পণ্য, জুস ও নানা পণ্য ছিল । চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার আলী রেজা হায়দার আজাদীকে বলেন, বন্দর ইয়ার্ড খালি করার উদ্দেশ্যে আমরা প্রত্যেক মাসে কমপক্ষে দুটি নিলাম কার্যক্রম পরিচালনা করছি। এটি একটি রুটিন প্রক্রিয়া, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।