কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনের কর্মীদের চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে সংস্থাটির কর্মীদের আন্দোলনের মধ্যে রোববার এ সিদ্ধান্ত নেয় সরকার। তার একদিনের মাথায় গতকাল সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হল। এতে বলা হয়, জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসমূহের সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করা হল। খবর বিডিনিউজের। কারণ হিসেবে মন্ত্রণালয় বলছে, এসব দপ্তর ও শুল্ক স্টেশনের চাকরি রাজস্ব আহরণের ‘লক্ষ্যমাত্রা পূরণ’ এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা ‘গতিশীল রাখার ক্ষেত্রে অত্যাবশ্যক’।
১৯৫৮ সালে অত্যাবশ্যকীয় সেবা (দ্বিতীয়) অধ্যাদেশ অনুযায়ী সরকার এ ঘোষণা দিয়েছে। এ অধ্যাদেশের অধীনে কোনো কর্মী ‘কারণ ছাড়া’ কর্মস্থল ত্যাগ করলে কিংবা অনুপস্থিত থাকলে কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।