কাস্টমসের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

| মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৪:৪৭ পূর্বাহ্ণ

কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনের কর্মীদের চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ বিভিন্ন দাবিতে সংস্থাটির কর্মীদের আন্দোলনের মধ্যে রোববার এ সিদ্ধান্ত নেয় সরকার। তার একদিনের মাথায় গতকাল সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হল। এতে বলা হয়, জনস্বার্থ রক্ষায় জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসমূহের সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করা হল। খবর বিডিনিউজের। কারণ হিসেবে মন্ত্রণালয় বলছে, এসব দপ্তর ও শুল্ক স্টেশনের চাকরি রাজস্ব আহরণের ‘লক্ষ্যমাত্রা পূরণ’ এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনা ‘গতিশীল রাখার ক্ষেত্রে অত্যাবশ্যক’।

১৯৫৮ সালে অত্যাবশ্যকীয় সেবা (দ্বিতীয়) অধ্যাদেশ অনুযায়ী সরকার এ ঘোষণা দিয়েছে। এ অধ্যাদেশের অধীনে কোনো কর্মী ‘কারণ ছাড়া’ কর্মস্থল ত্যাগ করলে কিংবা অনুপস্থিত থাকলে কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে তাজিয়া মিছিল নিয়ে পুলিশের ৩২ নির্দেশনা
পরবর্তী নিবন্ধড. ইব্রাহিম কথা বলার পর যা ঘটে