কাস্টমসে সুতার ঘোষণায় আসা সিগারেটের চালান আটক

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৫০ অপরাহ্ণ

চীন থেকে ‘কটন ইয়ার্ন’ ঘোষণায় পাবনার ঈশ্বরদী ইপিজেডের তিয়ানে আউটডোর (বিডি) কো. লিমিটডের নামে আসা একটি চালানে ১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার শলাকা সিগারেট পাওয়া গেছে। চালানটি বন্ড সুবিধায় আসে বলে জানান চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা। আজ সোমবার ৪০ ফুট কন্টেনারে চালানটির শতভাগ কায়িক পরীক্ষায় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার মো. সালাউদ্দিন রিজভী জানান, আমদানিকারক চালানটি শুল্কায়নের জন্য গত ২৪ ফেব্রুয়ারি ইপিজেড কাস্টমস কর্তৃপক্ষের কাছে দলিলাদি দাখিল করা হলে আইপির সঠিকতার বিষয়ে সন্দেহ হলে বিষয়টি বেপজার সঙ্গে যোগাযোগ করে যাচাই করা হয়।

যাচাইকালে গড়মিল দেখা দিলে বিষয়টি কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিমকে জানানো হয়। এআইআর এ চালানে অসত্য ঘোষণার বিষয়ে প্রাথমিক ধারণা পায়। এরপর ২৬ ফেব্রুয়ারি চালানটি খালাস কার্যক্রম স্থগিত করা হয়।

এর আগে আমদানিকারকের মনোনীতসিঅ্যান্ডএফ এজেন্ট ক্রোনি শিপিং করপোরেশন (প্রা.) লিমিটেড গত ২২ ফেব্রুয়ারি বিল অব এন্ট্রি দাখিল করে। যার নম্বর সি-৫৬৪৪৯।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা
পরবর্তী নিবন্ধহোয়াইট ওয়াশ এড়ালো আফগানিস্তান