প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে অফিস দল চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। গতকাল রোববার লিগে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে এসে এ জয় পায় তারা অপর অফিস দল কাস্টমস স্পোর্টস ক্লাবকে ৪–০ গোলে হারিয়ে। লিগে তারা একটি ম্যাচে পরাজিত হয়েছিল এবং চারটি ম্যাচ ড্র করে। ৬ খেলা শেষে তাদের ঝুলিতে জমা হয়েছে ৭ পয়েন্ট। অন্যদিকে কাস্টমস স্পোর্টস ক্লাব প্রথম চারটি খেলাতেই পরাজিত হয়েছিল। গত খেলায় মোহামেডান ব্লুজের সাথে ড্র করে। গতকালের খেলায় চসিকের কাছে হেরে বলা যায় তারা আবার পরাজয়ের ধারায় ফিরে এলো। ৬ খেলা শেষে তারা মাত্র ১টি পয়েন্ট পেয়েছে। গতকাল খেলার প্রথমার্ধে বিজয়ী সিটি কর্পোরেশন এক গোলে এগিয়েছিল। দু’পক্ষই আক্রমন পাল্টা আক্রমনে খেললেও সিটি কর্পোরেশন কিছুটা এগিয়েছিল। খেলার ৮ মিনিটে প্রথম গোল করে সিটি কর্পোরেশন। মিডফিল্ড থেকে বল যায় রাইট আউটে। সেখান থেকে দলের মহিবুল্লাহ ক্রস করেন গোলমুখে। কিন্তু সেখানে হেড করতে পারেননি কেউ। ফাঁকায় দাঁড়িয়েছিলেন তরিকুল ইসলাম। বল তার কাছে আসতেই বাঁ পায়ের দুর্দান্ত শটে দ্বিতীয় বার দিয়ে বল জড়িয়ে দেন তিনি। সিটি কর্পোরেশন এগিয়ে যায় ১–০ গোলে। এ অর্ধে কাস্টমস মাঝে মাঝে আক্রমনে উঠলেও ফিনিংশিং এর অভাবে খুব সুবিধা করতে পারেনি। সিটি কর্পোরেশন এক গোলের লিড নিয়ে খেলার বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে সিটি কর্পোরেশন একাদশ প্রাপ্ত সুযোগগুলোর সদ্ব্যবহার করে গোল আদায় করে নিতে সক্ষম হয়। ৫১ মিনিটের সময় ৩দফা চেষ্টার পর সিটি তাদের দ্বিতীয় গোল পায়। দলের তানিন সরকার ছিলেন আক্রমনের উৎস।
তানিন কাস্টমস বঙে আলতো করে বল বাড়িয়ে দেন। জাহাঙ্গীর সে বলে শট করলে তা গোলকিপার ঠেকিয়ে দেন। বল পান তরিকুল। তিনিও শট নেন। বল প্রতিহত হয়। এবার তৃতীয় দফায় বল পান সমর জয় তংচঙ্গ্যা। তিনি ডান পায়ের জোড়ালো শটে বল জালে জড়িয়ে দেন (২–০)। ৬৩ মিনিটে আবারো গোল পায় সিটি কর্পোরেশন। এবার তরিকুল বঙের কাছ থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন (৩–০)। এ সময় একের পর এক আক্রমনে কাস্টমস রক্ষণভাগ দিশা হারায়। ৮২ মিনিটে তানিন থেকে ফারুক হয়ে বল যায় সমর জয়ের কাছে। সমর ডান পায়ের কড়া শটে বল জালে পৌঁছে দিলে সিটি কর্পোরেশন ৪–০ গোলে এগিয়ে যায়। পরে এ স্কোর লাইনেই খেলা শেষ হয়ে যায়।
গতকালের খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের সমর জয় তংচঙ্গ্যা। খেলা শেষে তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত রাজু। প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজ এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বিকাল ৩টায় খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।