৪র্থ শিল্প বিপ্লব হবে এশিয়াতে এবং বাংলাদেশ এর অন্যতম সম্ভাবনাময় দেশ। বাংলাদেশ ইপিজেড ইনভেস্টারস এসোসিয়েশন (বেপজিয়া) র মতবিনিময় সভায় কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কমিশনার এ কে এম মাহবুবুর রহমান এসব কথা বলেন। গতকাল বুধবার বেপজিয়ার চেয়ারম্যান এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নগরীর সিপিইজেড ইনভেস্টারস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বিনিয়োগকারীসহ বেপজা এবং কাস্টমস বন্ড কার্যালয়ের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ। এতে বিনিয়োগকারীগণ আশা প্রকাশ করেন যে অদূর ভবিষ্যতে কাস্টমস বন্ড আরো বেশি ব্যবসা বান্ধব হবে এবং দেশের অর্থনীতে আরো বেশি ত্বরান্বিত হবে। বেপজিয়া জোনাল সেক্রেটারি আজিজুল বারী চৌধুরী জিন্নাহর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, বেপজিয়ার জোনাল প্রেসিডেন্ট খাজা মঈনুদ্দিন ফরহাদ, শেকসন সেভেনের এমডি এস এম খান মুকুল, নাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ভুঁইয়া, বিজিএমইএ পরিচালক অঞ্জন শেখর দাশ, সিপিইজেড জিএম, মসিউদ্দিন বিন মেজবাহ, কর্ণফুলী ইপিজেডের জিএম মো. এনামুল হক। বক্তারা এই তিন প্রতিষ্ঠানের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। তিন প্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সম্পর্ক বজায় থাকলে জোনের কার্যক্রম আরো গতিশীল হবে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।