কাস্টমস কর্মকর্তার ৮ বছরের সশ্রম কারাদণ্ড

কোটি টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম কাস্টম হাউসের সাবেক প্রিন্সিপাল এপ্রেইজার (আমদানি) মোহাম্মদ হুমায়ুন কবিরকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ কোটি টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু
আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি মামলাভুক্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে, এমনও আদেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় নগরীর ডবলমুরিং থানায় মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। মামলাটি তদন্ত করেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক মো. লুৎফুল কবির চন্দন। তিনি ২০১৮ সালের ৬ আগস্ট তদন্ত শেষে কাস্টমস কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে তিনি উল্লেখ করেন, মোহাম্মদ হুমায়ুন কবির মোট ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাজার নিয়ন্ত্রণে সাপ্লাই চেইন নির্বিঘ্ন রাখার আহ্বান চেম্বার সভাপতির
পরবর্তী নিবন্ধক্যান্সার হারল, জয় হলো প্রেমের