চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সদস্যদের জন্য আগামী ১৩ ডিসেম্বর পতেঙ্গাস্থ বোট ক্লাবে আয়োজিত সিএন্ডএফ এজেন্টস ফ্যামিলি নাইটের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ২ নভেম্বর কাস্টম হাউসস্থ সিএন্ডএফ মেম্বারস হলে এই নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম। এলিট ট্রেডিংয়ের পরিচালক সিরাজুল মনোয়ারের নিবন্ধনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রমের সূচনা হয়। উদ্বোধনী দিনে বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ৪০টি সদস্য প্রতিষ্ঠানের ২২২ জন নিবন্ধন সম্পন্ন করেন। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা নিবন্ধন কার্যক্রম চলবে। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ম সহ সভাপতি মো. নুরুল আবছার, ২য় সহ–সভাপতি মো. সাইফুদ্দিন, ৩য় সহ–সভাপতি আবু সালেহ প্রমুখ।
সভাপতি এস এম সাইফুল আলম বলেন, সিএন্ডএফ এজেন্টদের কর্মব্যস্ত জীবনে আনন্দ–বিনোদনের পরশ ছড়িয়ে দিতে প্রতি বছর এমন আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছরের ফ্যামিলি নাইট সদস্য পরিবারের জন্য হবে আনন্দমুখর ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা, যা পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করবে। প্রেস বিজ্ঞপ্তি।












