ভারতের কেন্দ্র শাসিত কাশ্মীর অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সেন্ট্রাল রির্জার্ভ পুলিশ ফোর্সের অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। সোমবার দক্ষিণ কাশ্মীরের পামপোরে এলাকার এ ঘটনায় সিআরপিএফের আরও তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।
কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সিআরপিএফের ওই জওয়ানরা একটি মহাসড়কে টহল দেওয়ার সময় বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচ জওয়ান আহত হওয়ার পর দ্রুত তাদের জেলা হাসপাতালে নেওয়া হয়। আহতের মধ্যে দুই জওয়ান সেখানে মারা যান। হামলার পর ওই এলাকার মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীগুলো। খবর বিডিনিউজের।