পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা চারদিন ধরে চলা সহিংস বিক্ষোভে পুলিশসহ অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা। খবর বিডিনিউজের।
চলমান সংঘাত–সহিংসতা প্রশমনে উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সোমবার আশপাশের শহরগুলো থেকে হাজার হাজার মানুষ আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদে জড়ো হওয়ার পর এ বিক্ষোভ শুরু হলেও এর ব্যাপকতা সম্পর্কে বাইরের দুনিয়া সীমিত তথ্যই পেয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কর্তৃপক্ষ পরে ওই অঞ্চলে ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কাশ্মীরের দুটি অংশ পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। এই ভূখণ্ডটি নিয়ে দুই দেশ একাধিক যুদ্ধেও জড়িয়েছে। পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা অংশটি অনেকের কাছেই আজাদ কাশ্মীর নামে পরিচিত। মুজাফফরাবাদ থেকে পাওয়া ছবিতে বুধবার একটি সেতুর ওপর থেকে দাঙ্গা পুলিশকে কাঁদুনে গ্যাস ছুড়তে দেখা গেছে। বিক্ষোভে এখন পর্যন্ত তিন পুলিশ সদস্য ও ৫ বেসামরিক লোক নিহত হয়েছে বলে বৃহস্পতিবার ইসলামাবাদের দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। সোমবার বিক্ষোভ শুরু হওয়ার পর এখন পর্যন্ত বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ থামেনি, বলেছেন তারা। বিক্ষোভের কারণে চারদিন ধরে অঞ্চলটির সিংহভাগ অংশে ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল ও যান চলাচল বন্ধ রয়েছে বলে কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানি টেলিভিশনের খবরগুলোতেও বলা হয়েছে।