নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকার মেরিডিয়ান কোম্পানির একটি বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কালুঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানায় বিদ্যুতের প্যানেল বোর্ড থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা জানিয়েছেন, রাত ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নির্বাপন করি। ভোর ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি। তদন্ত শেষে পরে জানানো হবে।