কালীপুরে শ্রমিক দলের কর্মী সম্মেলন

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলার কালীপুর ইউনিয়নস্থ সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর বাসভবনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

কালীপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্‌বায়ক সামশুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্‌বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। সদস্য সচিব রফিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনছার উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্‌বায়ক নুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রবিউল হাসান শাপলা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্‌বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, উপজেলা যুবদল নেতা মামুন, হেলাল, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য এস এম তৈয়ব, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সরওয়ার, ইউনিয়ন শ্রমিক আহ্‌বায়ক ফজল আহমদ, আবু তাহের বিশ্বাস, মোহাম্মদ ইকবাল, আলমগীর সুমন, মোহাম্মদ আলী, ফজল কাদের, জিয়াউর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, আব্দুর রহিম, ফরিদ, জিয়াউর রহমান, আব্দু শুক্কুর, আমান উল্লাহ, সদস্য আব্দু রশিদ, আনছার, হাশেম, আব্দুল মালেক, হাকিম, আব্দুর রহিম, সোহেল, তৌহিদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শ্রমিক দলের বিভিন্ন নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বর্ণালী প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ১২তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা