বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কোকদন্ডী গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় সুখেন্দু দাশ, তপন দাশ, যীশু কর্মকার, উজ্জল দাশ, আবদুর রহমান, বাবলু দাশ, ও নিরঞ্জন কর্মকারের বাড়ির মালামাল আগুনে পুড়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন বলে জানান। এছাড়া ক্ষতিগ্রস্থদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ৭ পরিবারকে নগদ টাকা, ৩০ কেজি করে চাউল, ৬ কেজি ডাল, ৩ লিটার তেল ও ২টি করে কম্বল প্রদান করা হয়েছে।












