কালাপানিয়া ইউপি নির্বাচনে টিটু বিজয়ী

সন্দ্বীপ প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপের ৬ নম্বর কালাপানিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলিমুর রাজী টিটু। আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের এ প্রার্থী ভোট পেয়েছেন ৪ হাজার ৪৯৭ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেলিফোন প্রতীকের আবদুল কাদের পেয়েছেন ১ হাজার ৩৭৭ টি ভোট। এ ইউনিয়নে ভোটারের সংখ্যা ১৩ হাজার ৫৭৭। ভোট প্রদানের হার ৪৭ দশমিক ৫৪ শতাংশ। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় জয়ী স্বতন্ত্র প্রার্থী
পরবর্তী নিবন্ধমহেশখালীতে নৌকার আহসান উল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত