চৈত্র শেষে বৈশাখ এসে
তুলে তুমুল ঝড়,
ঝড়ের বেগে এক নিমিষে
ভাঙে আমার ঘর।
ঋতুর বদল হলে দেশের
কত কিছু হয়,
এমন সময় কালবৈশাখী
করে সবার ক্ষয়।
ছোট্ট ঘরে থাকি আমি
নিয়ে মনে ভয়,
কালবৈশাখী গরিব –দুখির
আপন কেহ নয়।
নাম টা যে তার কালবৈশাখী
ভীষণ ভয়ের নাম,
দ্বিগুণ ক্ষতি করে তবে
শেষ করে তার কাম।