কাল সাজেক ভ্যালি ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ৯:০২ অপরাহ্ণ

পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় আগামীকাল বুধবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

বুধবার (৩ নভেম্বর) রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এ সকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কাল (বুধবার) সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনভর সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়ায় পাহাড়ের বিবাদমান দুই আঞ্চলিক দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় মূলত বুধবার সাজেক যেতে না করছে প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধসমধারা’র তৃতীয় আয়োজন ‘নবীজী’ সম্পন্ন
পরবর্তী নিবন্ধহাটহাজারী মাদ্রাসার উস্তাদ মাওলানা আবু আহমদের ইন্তেকাল