কাল শিল্পকলায় গণায়ন নাট্য উৎসব শুরু হচ্ছে

| বৃহস্পতিবার , ৯ অক্টোবর, ২০২৫ at ১২:০৮ অপরাহ্ণ

৭ দিন ব্যাপী ‘সৃজনে সংগ্রামে মুক্তির অভিযাত্রায় গণায়ন এর ৫০ বছর’ শীর্ষক গণায়ন নাট্য উৎসব আগামীকাল শুক্রবার থেকে ১৬ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

কাল ও ১১ অক্টোবর গণায়ন নাট্য সম্প্রদায় পরিবেশন করবে উইলিয়াম শেক্সপিয়ার রচিত ম. সাইফুল আলম চৌধুরী অনূদিত অসীম দাশ নির্দেশিত নাটক জুলিয়াস সিজার। ১২ অক্টোবর নান্দীমুখ পরিবেশন করবেন অসীম নির্দেশিত নাটক ‘আমার আমি’। ১৩ অক্টোবর গণায়ন নাট্য সম্প্রদায় পরিবেশন করবে বাপ্পা চৌধুরী নির্দেশিত নাটক ‘কমলা সুন্দরীর কিস্‌্‌সা’, ১৪ অক্টোবর চবি নাট্যকলা বিভাগ পরিবেশন করবে ইউজিন আয়েনেস্কো রচিত ম. সাইফুল আলম চৌধুরী রূপান্তরিত মামুনুল হক নির্দেশিত নাটক ‘তিনি আসছেন’। ১৫ অক্টোবর কথাসুন্দর, চট্টগ্রাম পরিবেশন করবে সন্তোষ চক্রবর্তীর ‘ঠিকানা’ নাটক অবলম্বনে কুন্তল বড়ুয়া নির্দেশিত নাটক ‘বৃত্তের বাইরে’। ১৬ অক্টোবর সমাপনী দিনে ফেইম পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তিলোত্তমা দাশগুপ্তা নির্দেশিত নাটক ‘বাল্মীকি প্রতিভা’। প্রতিদিন মুক্তমঞ্চে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যে ৬টা ১৫ মিনিটে। নাটক শুরু হবে সন্ধ্যে ৭টায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাসাবাড়িতে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না : জ্বালানি উপদেষ্টা
পরবর্তী নিবন্ধমাইজভাণ্ডার গাউসিয়া হক মনজিলের মতবিনিময় সভা