কাল মেয়র ও কাউন্সিলরসহ ১৫০ জন যাচ্ছেন ঢাকায়

শপথ ১১ ফেব্রুয়ারি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলররা শপথ নিচ্ছেন আগামী ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। শপথ গ্রহণের জন্য ১০ ফেব্রুয়ারি সকাল ১১টায় কাউন্সিলররা তিনটি এসি চেয়ার কোচে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। শপথের জন্য আগের দিন ১০ ফেব্রুয়ারি ঢাকায় যাবেন বলে জানান মেয়র রেজাউল করিম চৌধুরী।
সকাল ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত মেয়রকে ভার্চুয়ালি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করাবেন। অন্যদিকে কাউন্সিলরদের স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম শপথ পাঠ করাবেন।
আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী জানান, ১১ ফেব্রুয়ারি শপথের জন্য আমরা এখন ২টি ভলবো গাড়ি ভাড়া করেছি। আরও একটি ভাড়া করবো। আমরা ১৫০ জনের মতো যাবো। কাউন্সিলরদের সাথে সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তাও যাবেন। অনেক কাউন্সিলরের সাথে তাদের অনেক কর্মী-সমর্থকরাও যাবেন। আমরা ঢাকা থাকবো তোপখানা রোডস্থ এশিয়ান হোটেলে। এর আগে মহিউদ্দিন ভাই (সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী) এরকম ভালোমানের গ্র্যান্ড আজাদ হোটেলে আমাদেরকে রেখেছিলেন। এবার রেজাউল ভাই (নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী) এরকম ভালো মানের হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করেছেন।
নব নির্বাচিত মেয়র শপথ গ্রহণ শেষে ৩২ নম্বর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। বেলা ১টায় মেয়র জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। ১২ ফেব্রুয়ারি মেয়রের নেতৃত্বে আমরা সকলেই টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে যাবো। সেখান থেকে রাতে আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবো। ১৩ ফেব্রুয়ারি সকালে আমরা চট্টগ্রাম এসে পৌঁছবো। ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় নব নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকসহ চট্টগ্রামের সুধী সমাবেশের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুর ১ টায় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে গিয়ে মেয়রের দায়িত্ব নিবেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

পূর্ববর্তী নিবন্ধঅভ্যুত্থানের পক্ষে সাফাই জেনারেলের নতুন নির্বাচনের প্রতিশ্রুতি
পরবর্তী নিবন্ধপাওনা টাকা ফেরত দিতে না পারায় শিশু সন্তানকে অপহরণ