সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেও চট্টগ্রাম কাস্টমসে জাপানি প্রোভোক্স গাড়িসহ ৬১ লট পণ্য নিলামে তোলা হচ্ছে আগামীকাল। বন্দরের ইয়ার্ড খালি করতে লকডাউনের মধ্যেও নিলাম কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলছেন নিলাম শাখার কর্মকর্তারা। অন্যদিকে নিলামে অংশগ্রহণকারীদের সংগঠন চট্টগ্রাম কাস্টমস নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতারা বলছেন, কঠোর লকডাউনে অনেক বিডার আসতে পারবে না। তাই প্রত্যাশিত দরপত্র জমা না পরার সম্ভাবনা রয়েছে। তাই কাস্টমসের উচিত নিলাম কার্যক্রম পিছিয়ে দেয়া। নিলাম শাখা সূত্রে জানা গেছে, ১৮ লাখ মূল্যের জাপানি প্রোভোক্স গাড়িসহ ৬১ লট পণ্যের মধ্যে রয়েছে-ফেব্রিক্স, প্লাস্টিক হ্যাঙ্গার, বক্স এক্সেসরিস, সিকিউরিটি ট্যাগ, ফিনিশিং এজেন্ট, হাইড্রোক্লোরিক এসিড, ব্যাটারি লিড, কেস ওয়াশিং কেমিক্যাল, প্লাস্টিক বোতল, গার্মেন্টস সিকিউরিটি ট্যাগ, ড্রাম ডায়েসিড, মাল্টিভিটামিন পাউডার, পলেস্তার, সালফিউরিক এসিড, বিএমডব্লিউ ম্যাগাজিন, টেক্সটাইল কেমিক্যাল, লেদার ফুট ওয়্যার, অলিভ অয়েল, ব্যাটারি এক্সেসরিজ, টাইলস, বেবি ডায়াপার, ফুড স্টাফ, বেল ওয়েস্ট পেপার, কেজি ড্রাগন ফল, লোহার পাইপ, সুইচ সকেট, হান্টিং জ্যাকেট। নিলামকে কেন্দ্র করে গত রোববার থেকে দরপত্র ও ক্যাটালগ বিক্রি শুরু হয়। চলবে আজ পর্যন্ত। এরপর আগামীকাল দুপুর ২টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসের নির্ধারিত বক্সে দরপত্র জমা দিতে হবে। আড়াইটায় সবার উপস্থিতিতে দরপত্রের বক্স খোলা হবে।
চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার উপ-কমিশনার মো. আল আমিন বলেন, বন্দরের ইয়ার্ড খালি করার উদ্দেশে নিলাম কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইয়াকুব চৌধুরী বলেন, আমরা কাস্টমসকে অনুরোধ করবো, যাতে কঠোর লকডাউনে নিলাম পরিচালনা করা না হয়। এতে দূর দূরান্ত থেকে অনেক বিডার আসতে পারবেন না।