নন্দনকাননস্থ ফুলকি মিলনায়তন নবরাগ–এর উদ্যোগে আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় রবীন্দ্র সংগীতের অনুষ্ঠান ‘আমার মুক্তি আলোয় আলোয়’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন ভাষাবিজ্ঞানী ড. মাহবুবুল হক। বক্তব্য দেবেনে অধ্যক্ষ ড. আনোয়ারা আলম ও শিল্পী শাহরিয়ার খালেদ। প্রথম পর্বে সংগীত পরিবেশন করবেন নবরাগ, চট্টগ্রামের শিল্পীবৃন্দ। দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করবেন ঢাকার সাংস্কৃতিক সংগঠন নন্দনের শিল্পী ফাহিম হোসেন চৌধূরী, আজিজুর রহমান তুহিন, অনিরুদ্ধ সেনগুপ্ত, তানজিনা তমা, বিথী পাণ্ডে ও ফেরদৌসী কাকলী। সভাপতিত্ব করবেন শিল্পী লাকী দাশ। প্রেস বিজ্ঞপ্তি।












