কাল থেকে সেন্টমার্টিনগামী পর্যটন জাহাজ চলাচল বন্ধ

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৯:২৩ অপরাহ্ণ

মহামারী করোনার বিস্তার রোধে সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তী আদেশ না আসা পর্যন্ত দেশ-বিদেশের যেকোনো পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণে যেতে পারবেন না।
নৌরুটে সেন্টমার্টিনগামী সকল পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে আগামীকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল থেকে।
আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ বলেন, “বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার বিস্তার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এই রুটে জাহাজগুলোর চলাচলের অনুমতি শেষ।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে এই নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ কেউ অমান্য করলে তাদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
জাহাজ বন্ধের নির্দেশনা পাওয়ার কথা নিশ্চিত করে কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, “বৃহস্পতিবার থেকে আমাদের কোনো জাহাজ চলাচল করবে না। এর আগে যেসব পর্যটক দ্বীপে ভ্রমণে এসেছে তাদের ফেরত আনা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ কাল থেকে
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণা আসছে খুব শীঘ্রই