কাল থেকে জিলকদ মাস গণনা শুরু

| মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের আকাশে গতকাল সোমবার কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ মঙ্গলবার পবিত্র শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল বুধবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে। গতকাল সোমবার সন্ধ্যায় আশকোনা হাজী ক্যাম্প সভাকক্ষে আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। খবর বাসসের। সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা হয়।

পূর্ববর্তী নিবন্ধপোশাক শিল্পের অগ্রযাত্রায় সাজেদুল ইসলামের অবদান স্মরণীয়
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় লোহাগাড়ার তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার