পটিয়াস্থ ছনহরা গ্রামে অদ্বৈত ধাম ও মিশনে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৬২ তম স্মরণোৎসব আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। ১৪ ফেব্রুয়ারি ঊষালগ্নে মঙ্গলারতি, ঋষিধ্বজা উত্তোলন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, নন্দনকানন তুলসীধাম কর্তৃপক্ষের পরিচালনায় বিশ্বশান্তি কল্যাণে চণ্ডীযজ্ঞ, গোধূলী লগ্নে মায়েদের কণ্ঠে গীতাস্থতি, সন্ধ্যায় ছনহরা নান্দনিক শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা, রাতে মহানামযজ্ঞের অধিবাস, পরদিন অহোরাত্র মহানাযজ্ঞে গুরুপূজা, ভোগারতি ও রাতে গৌরলীলা প্রদর্শিত হবে। ঋষিধাম অধিপতি, তুলসীধামের মোহন্ত মহারাজ দেব দীপানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে এ অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে সকলের সহযোগিতা কামনা করেছেন পর্ষদের সভাপতি শিমুল কানুনগো ও সাধারণ সম্পাদক সপ্তম বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।