গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, দখল ও মানবতাবিরোধী হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার নগরে শান্তি মিছিল করবে চট্টগ্রাম মহানগর বিএনপি। এদিন বাদ আসর জমিয়তুল ফালাহ মসজিদের সামনে থেকে এই মিছিল শুরু হবে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান যৌথ বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেন। বিবৃতিতে তারা বলেন, বর্তমানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে হাজারো ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল এবং ধর্মীয় উপাসনালয়। শিশু, নারী ও বৃদ্ধসহ অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার অধিবাসীরা চরম খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে। পুরো গাজা এখন এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গাজায় মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে যখন বিশ্বজুড়ে প্রতিবাদ হচ্ছে, তখন বাংলাদেশেও সাধারণ মানুষ মানবিক বিবেচনায় সেই প্রতিবাদে শামিল হচ্ছে। বিএনপি সেই প্রতিবাদের অংশ হিসেবেই চট্টগ্রামে এই শান্তি মিছিলের আয়োজন করেছে। নেতৃবৃন্দ বিএনপির সব ওয়ার্ড ও থানা শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শান্তি মিছিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে, চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের ধর্ম–বর্ণ নির্বিশেষে মানবিক বিবেচনায় এই শান্তিপূর্ণ মিছিলে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।