কাল ইসলামিক ফ্রন্টের কর্মী সম্মেলন

| শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট মহানগর উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে আগামীকাল শনিবার বিকাল তিনটায় নগরীর রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন ও জ্বালানি তেল, গ্যাসসহ নিত্য পণ্যমূল্যের নিয়ন্ত্রণের দাবিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ বাহাদুর শাহ্‌ (ম.জি.আ.)।
প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। ইসলামিক ফ্রন্ট মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার নেতৃবৃন্দ। সম্মেলন সফল করার লক্ষ্যে ইসলামিক ফ্রন্ট মহানগর শাখার সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে গত ১৪ সেপ্টেম্বর নগরীর চেরাগী পাহাড় মোমিন রোড সালমা ভবনের জেলা কার্যালয়ে সভা নগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন মাওলানা স ম শহিদুল হক ফারুকী, মাওলানা হাশমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরি, শাহ্‌জাদা মঈনুদ্দিন হাসান সন্‌জরী, নুরুল আবছার, এইচ এম সাদেক, মাওলানা হাফেজ মুহাম্মদ ইসহাক, মাওলানা লিয়াকত আলী, মাওলানা হাফিজুর রহমান, দিদারুল আলম ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাশেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে মহেশখালীর মধু ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিটিসিএল শ্রমিক কর্মচারী সমাবেশ