কার্গোভ্যানের চাকার নিচে আজীবনের জন্য চাপা পড়লো তাদের জীবন

কাব্য সৌরভ, মহেশখালী | বুধবার , ১৬ অক্টোবর, ২০২৪ at ৫:০৬ অপরাহ্ণ

বাঁশখালীতে সিএনজি ও গ্যাস বহনের কার্গোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মহেশখালীর শিশু ও শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকাল ২ টায় দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের সাধনপুর ইউনিয়নের নতুন দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহেশখালী উত্তর নলবিলা বড়ুয়া পাড়ার মালয়েশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার কন্যা রশ্মি বড়ুয়া (৩) ও মহেশখালী হোয়ানকের কলেজ পড়ুয়া শিক্ষার্থী ওয়াসিফ রায়হান (১৮)।

এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত রশ্মি বড়ুয়ার মা প্রিয়ন্তি বড়ুয়া (২৩) হোয়ানকের সাবেক ইউপি গোলাম কুদ্দুস (৬৮), সিএনজি চালক মো. জাবের (১৯)। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলা জানায় প্রত্যক্ষদর্শী সূত্র।

নিহত রশ্মি বড়ুয়া মায়ের সাথে তার দাদুর প্রবারণা উৎসবে যোগ দিতে মহেশখালীর বাড়ি যাচ্ছিলেন। অপরজন ওয়াসিফ চট্টগ্রাম মুরাদপুর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) প্রথম বর্ষের শিক্ষার্থী। সে ক্লাস শেষ করে মায়ের কাছে একই গাড়িতে মহেশখালী ফিরছিল।

তাদের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের
পরবর্তী নিবন্ধমালয়েশিয়া পাচারকালে টেকনাফে ৩ দালাল আটক