কারো চাটুকারিতা না করে আত্মসম্মান বজায় রাখা উচিৎ

হাসান মনসুর | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

যে আপনাকে পাত্তা দেবে না, তাকে আপনিও পাত্তা দেবেন না। অযথা তাকে তোয়াক্কা বা তার সাথে চাটুকারিতা না করে, কাছে যাবার চেষ্টা করবে না। আপনি তার জন্মদিন, বিবাহবার্ষিকী, মুসলমানি দিবস, পুত্র কন্যা চাকর বাকরকে যতোই দিবস রজনীর শুভেচ্ছা জানান না কেন, সে যদি আপনাকে নিয়ে কোনো পোস্ট দূূরের কথা, একটা লাইক বা সুখে অসুখে একটা কল না দিলে বুঝবেন, আপনি তার কাছে হালকা বা মূল্যহীন। সে যত বড়ো যত বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আপনিই সেরা। টাকা পয়সা আজকে না থাকলে কালকে হতে পারে, পদপদবীও আল্লাহর দান, তাই আত্মসম্মানটা বজায় রেখে চলা উচিৎ। জীবন কিন্ত একটাই।

পূর্ববর্তী নিবন্ধযে সয়, সে রয়
পরবর্তী নিবন্ধপ্রযুক্তির কুপ্রভাবে প্রতিকূল সমাজ : মা বাবাই সবচেয়ে অসহায়