নগরীর পতেঙ্গার বেড়িবাঁধ সংলগ্ন আউটার রিং রোড চরপাড়া ঘাট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মো. মনির হোসেন নামের ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি কক্সবাজারের চকরিয়ার বদরখালী এলাকার মোজাম্মেল হকের ছেলে। গতকাল দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পতেঙ্গা থানার এএসআই কিরণ হোসেন আজাদীকে বলেন, দ্রুত গতির একটি প্রাইভেট কারের ধাক্কা লাগে একটি সাইকেলে। এতে সাইকেল আরোহী মো. মনির হোসেন গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে তার লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।