সাতকানিয়ায় প্রাইভেট কারের তেলের ট্যাংক থেকে ২৫ হাজার ৪ শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ।
এসময় মো. সাজ্জাদ হোসেন সোহেল (৩১) নামে একজনকে গ্রেপ্তার এবং ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জুন) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ আঁধার মা’র দরগাহ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আজ ভোরে কক্সবাজার থেকে প্রাইভেট কার যোগে ইয়াবা পাচারের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে, এসআই শেখ সাইফুল আলম ও দুলাল হোসেনের নেতৃত্বে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ আঁধার মা’র দরগাহ এলাকায় তাৎক্ষণিকভাবে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি প্রাইভট কারকে (নং-ঢাকা মেট্রো-গ-১৪-৫০১৬) সিগন্যাল দিলে চালক গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রাইভেট কারের ভেতর থাকা অন্যজনও পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
পরে তার দেখানো মতে, কারের তেলের ট্যাংকের ভেতর থেকে বোতলভর্তি ও পলিথিন মোড়ানো অবস্থায় ২৫ হাজার ৪ শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর মধ্যে ২ হাজার পিস ইয়াবা ভাঙা অবস্থায় ছিল। পরে তাকে গ্রেপ্তার ও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সাজ্জাদ হোসেন সোহেল নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বামরাবাগ এলাকার বাদশা মিয়ার ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত মো. সাজ্জাদ হোসেন সোহেল এবং পালিয়ে যাওয়া চালক মো. সোহেলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীকে আজ আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।