কারেন্ট বুক সেন্টারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিনের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ

| বৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

সৃজনশীল পুস্তক বিপণন কেন্দ্র কারেন্ট বুক সেন্টারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিনের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৮ সালের এই দিনে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে আজ সকাল ৮ টায় গরীবুল্লাহ শাহ (রা.) মাজারস্থ কবর প্রাঙ্গনে কোরআননখানি, জেয়ারত এবং মরহুমের ফিরিঙ্গী বাজারস্থ নিজ বাসভবনে বাদ আছর, তাহলিম এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, প্রয়াত আমিন ঝালকাঠি জেলার ব্যবসায়ী মরহুম আবদুল হামিদ তালুকদারের দ্বিতীয় পুত্র। ১৯৫১ সালে চট্টগ্রাম শহরে সৃজনশীল পুস্তক বিপণন কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন মোহাম্মদ আমিন। বর্তমানে কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারে কারেন্ট বুক সেন্টার বিপণন কেন্দ্রটি আজও চলমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির ৩৫তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধগাড়িতে প্রেস স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার