বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পরিচালনাধীন ‘ইকোনমিক রিইন্টিগ্রেশন অফ ড্রাগস রিকভারিজ’ প্রকল্পের উদ্যোগে সুস্থতাগামী মাদকসেবিদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে করণীয় নিয়ে এক মতবিনিময় সভা প্রকল্পের চট্টেশ্বরী রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
প্রকল্পটি চট্টগ্রাম শহরে মাদকনির্ভরতা কাটিয়ে সুস্থ জীবনে ফিরে আসা, রিকভারিদের সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে কাজ করা একমাত্র এনজিও প্রতিষ্ঠান। ক্ষুদ্র ব্যবসায় শর্তহীন অর্থ সহায়তা দেওয়া ছাড়াও সুস্থতাগামী মাদকসেবিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কাউন্সেলিং, চিকিৎসাসেবা, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সহ নানাবিধ সুবিধা প্রদান করে থাকে।
কারিতাস লুক্সেমবার্গ এর অর্থ সহায়তায় পরিচালিত প্রকল্পটি ৬৮ জন সুস্থতাপ্রাপ্ত নারী ও পুরুষ মাদকসেবিকে অর্থ দিয়েছে। চলতি বছর আরও ৭০ জন রিকভারিং এডিক্টকে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক ও চট্টগ্রাম দরবার শরিফ প্রতিনিধি শাহ মিডু।
বিশেষ আলোচকগণের মাঝে উপস্থিত ছিলেন এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমানউল্লাহ বাহার, সমাজকর্মী সোনিয়া আজাদ, দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজম হিরো, সমাজকর্মী নিশান এলাহি সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে সকলের সমন্বিত পদক্ষেপ এখন সময়ের দাবি। এখনই উদ্যোগ নেওয়া না হলে তরুণ প্রজন্মের বিশাল অংশ মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হব। সভায় উপস্থিত সকলে সুস্থতাগামী মাদকসেবিদের সামাজিক পুনর্বাসনে সম্ভাব্য সকল প্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন। সভাটি সঞ্চালনা করেন প্রকল্পের মনিটরিং এন্ড জব প্লেসমেন্ট অফিসার শাহরিয়ার শিমুল।