চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ৮৬ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ–৫ পেয়েছে ১৮ হাজার ১৪৫ জন। তাদের মধ্যে ছেলে ১০ হাজার ৮০১ জন ও মেয়ে ৭ হাজার ৩৪৪ জন। শুক্রবার (২৮ জুলাই) কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
ফলাফলে দেখা গেছে, এ বছর কারিগরি বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১৯ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫ হজার ৭৩০ জন। সে হিসাবে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।












