কারাতে স্কুল ফুলকির ৫০জন শিক্ষার্থীর মাঝে গতকাল রবিবার নতুন বেল্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের পরিচালক সৈয়দা খুরশীদা বেগম ও প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার।
অতিথি সৈয়দা খুরশীদা বেগম বলেন, শিশুরা নিজেদের শরীর ও মন গঠনের জন্য কারাতে ক্লাসে যে চর্চা করছে তা প্রশংসনীয়। প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার বলেন, এই অতিমারীতে শিশুদের মন ও শরীর ঠিক রাখতে কারাতে বিশেষ ভূমিকা রাখছে। আরো উপস্থিত ছিলেন সহকারী প্রশিক্ষক বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারাতে স্কুলের পরিচালক বিদ্যুৎ সাহা। প্রেস বিজ্ঞপ্তি।