শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে অংশগ্রহণের লক্ষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কারাতে, তায়কোয়ানডো ও উশু দল গঠনকল্পে ১৫টি উপজেলা এবং মহানগরের বালক ও বালিকা খেলোয়াড় যারা ০২.০১.২০০৬ খ্রি. এর পরে জন্ম, তাদের অনলাইন জন্ম নিবন্ধন এবং ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি ও মোবাইল নাম্বারসহ আজ ২৮ ডিসেম্বর বুধবার রাত ৮টার মধ্যে এম এ আজিজ স্টেডিয়ামস্থ অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: মোবাইল নং: ০১৭২০–১৯৮৯৮৯।