নগরীতে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এদের একজন রাজনৈতিক মামলায় এবং অপরজন মাদক মামলায় কারাগারে ছিলেন। কারাগারে দুজনের মধ্যে সখ্যতা তৈরি হয়। জামিনে বেরিয়ে দুজন একসাথে ইয়াবা ব্যবসা শুরু করেন।
গত শুক্রবার রাতে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাসুম (৪২) ও মো. হারুন (৩২)। এদের মধ্যে মাসুম স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। আর হারুন পেশাদার ইয়াবা বিক্রেতা।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজাদীকে জানান, গ্রেপ্তারের সময় মাসুমের পকেট থেকে ১৯ পিস ও হারুনের পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বন্দর থানার বন্দর আবাসিক এলাকার ৬ নম্বর সড়কে হারুনের বাসায় তল্লাশি চালিয়ে আরও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মহসীন বলেন, মাসুম যুবদলের নেতা হিসেবে নিজেকে পরিচয় দেন। রাজনৈতিক মামলায় কারাগারে গিয়ে ইয়াবা বিক্রেতা হারুনের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। মাসুমের মোবাইলে হোয়াটস অ্যাপ-ইমোসহ বিভিন্ন অ্যাপসে ইয়াবা কেনাবেচা সংক্রান্ত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তারা আনোয়ারার ইয়াবা ব্যবসায়ী একটি চক্রের সঙ্গে যোগাযোগ করে নগরীতে ইয়াবা আনে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা সরাসরি মোবাইলে যোগাযোগ না করে অনলাইনে যোগাযোগ করতো।