বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও সদস্যসচিব মোস্তাক আহমদ খান।
আজ রবিবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে তারা বলেন, বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিতে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের এবং আদালত কর্তৃক জামিন নামঞ্জুর যেন তাদের প্রাত্যহিক কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। আর এ কর্মসূচি সফল করতে মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার আগেই হরণ করা হয়েছে।
মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে ওয়ান ইলেভেন সরকারের দায়ের করা মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক হয়রানিমূলক মামলায় গ্রেফতার করে সরকার তাদের নীলনকশার চরিত্র আবার ফুটিয়ে তুলেছে। ওয়ান ইলেভেন সরকার রাজনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের নামে মিথ্যা হয়রানি মামলা দায়ের করে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করতে চেয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাদের নেতাদের নামে দায়ের হওয়া সব মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করলেও বিএনপির নেতাদের হয়রানির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা সচল রেখেছে।
ওয়ান ইলেভেনের সময় শুধু বিএনপির নেতাদের নামে মামলা হয়নি আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধেও হয়েছিল। সেটা তারা ভুলে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে তাদের মামলা প্রত্যাহার করে বিএনপির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় কারাগারে পাঠাচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে মীর নাছির উদ্দীনের ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান।