কারাগারে ফজলে করিম ও লতিফের ডিভিশন বাতিল

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ অক্টোবর, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি, রাউজান থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ও বন্দর পতেঙ্গা আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের কারাগারে পাওয়া বিশেষ সুবিধা ডিভিশন বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এই সুবিধা বাতিল করা হয়। বিশেষ সুবিধা বাতিলের পর এবিএম ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। ওজু করার সময় বাথরুমে পড়ে আহত হওয়ায় এম এ লতিফ চমেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুই পরিবারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের ডিভিশন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে প্রতিকার চাওয়ার কথা জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভোটের সময় মন্ত্রণালয়ের ওপর ইসির খবরদারি দরকার : সাখাওয়াত
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে দেশে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যুর রেকর্ড