কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন, সরে গেলো নৌকা

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো নতুন এ লোগোর মাঝে নৌকার প্রতীক সরিয়ে চাবির প্রতীক দেওয়া হয়েছে। গতকাল দুপুরে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাতউলফরহাদ এ ব্যাপারে বলেন, সমপ্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদপ্তরের পূর্ববর্তী লোগো পরিবর্তন করে নতুন লোগো প্রতিস্থাপনের নির্দেশনা জারি করেছে। এখন থেকে নতুন লোগো ব্যবহৃত হবে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে জিপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত, আহত ২
পরবর্তী নিবন্ধবাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শেষ হচ্ছে আজ