‘কারবালার প্রকৃত শিক্ষা হলো হকের পথে অবিচল থাকা’

কাগতিয়া দরবারে আশুরা মাহফিল

| বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৭:০৫ পূর্বাহ্ণ

হিজরী ৬১ সনে আশুরার এই দিনে ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ (.) এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারবর্গ শাহাদাত বরণ করেন। কারবালার এই শোকাবহ হৃদয়বিদারক ঘটনা আজও প্রতিটি মুমিনের হৃদয়ে শোকের মাতম তোলে। ঘৃণ্য পাপিষ্ঠ এজিদের জুলুম অত্যাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্যে এই মহান আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্যে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। শোহাদায়ে কারবালা (রা.) এর প্রকৃত শিক্ষা হলোহক্বের পথে অটল অবিচল থাকা, ঈমানের প্রশ্নে জালেমের রক্তচক্ষু উপেক্ষা করে সত্যের জন্যে লড়াই করা, রাসূল (.) এর সুন্নাতের পুনর্জীবন ও ধরার বুকে ইনসাফ প্রতিষ্ঠার জন্যে কোনো অন্যায়ের কাছে মাথা নত না করা। যুগে যুগে সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে থাকবেন কারবালার শোহাদায়ে কেরাম (রা.)। প্রিয় রাসূল (.) ও আহলে বাইতের মুহাব্বত একজন মুমিনের ঈমানী মূলধন। খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর তরিক্বতে প্রিয় রাসূল (.) এর উপর দরুদ পাঠের পাশাপাশি রয়েছে আহলে বাইতের উপরও দরুদ পড়ার বিধান। উম্মতে মুহাম্মদীকে কারবালার ঐশি প্রেরণায় উজ্জীবিত করে আহলে বাইতের মুহাব্বত হূদয়ে নিয়ে দরুদ পাঠের শিক্ষা দেয় হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর এই তরিক্বত। গতকাল মঙ্গলবার বাদে যোহর হতে নগরীর বায়েজিদের গাউছুল আজম কমপ্লেক্সে পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭২তম আশুরা মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন। চবি সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্ব্বে মাহফিলে বক্তব্য দেন, আল্লামা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ মাহবুবুল আলম বোগদাদী, মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী প্রমূখ। উল্লেখ্য, পবিত্র শোহাদায়ে কারবালা (রা.) স্মরণে ৭২তম আশুরা মাহফিল উপলক্ষে ১৭২৮টি খতমে কোরআন, ১৫০টি তাহলিল, ৬৯টি খতমে ইউনূচ ও ৪৪ টি দরুদে সাইফুল্লাহ আদায় করা হয়। মিলাদকিয়াম শেষে দেশের উন্নতি, অগ্রগতি এবং এ দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার
পরবর্তী নিবন্ধবেসিসের ফিনটেক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলেন নগদের ইডি এলিট